আমিও তো নামাজ পড়ি....।

 

আমিও তো নামাজ পড়ি....।

আমিও তো নামাজ পড়ি...

এই সংখ্যাটা কম নয় যারা নাটক, মুভি, গান দেখে, গার্লফ্রেন্ড-এর সাথে ঘুরে বেড়ায়, আবার বলে আমি ত নামাজ ও পড়ি।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, "নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" (সূরাহ আনকাবুত, আয়াত : ৪৫)

তাহলে উপরের তাদের ক্ষেত্রে কি বলবেন??

তারা তো নামাজ পড়ে কিন্তু তারা ত খারাপ কাজের সাথেও জড়িত।

মূল বিষয় হচ্ছে শুধু নামাজ পড়লেই সে ভাল মানুষ নয়। এমন অনেক উদাহরণ আছে নামাজ পড়ে সুদ, ঘুষের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।

উপরের আয়াত অনুযায়ী তাদের নামাজ ঠিক মত হচ্ছে না, কারণ নামাজ যদি হত তাহলে তারা কখনই অশ্লীল এবং খারাপ কাজ করতে পারত না। এটা আমার নয় কুরআনের ঐশী বানী।

কয়েকটি হাদিস থেকে বিষয়টি আরও ক্লিয়ার হবে..

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তির নামায তাকে অশ্লীল ও মন্দ কার্য হতে বিরত রাখে না সে আল্লাহ হতে বহু দূরে রয়ে যায়।”

ইমরান ইবনে হুসাইন (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে (আরবি) এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “যার নামায তাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে না, (তাহলে জানবে যে,) তার নামায নাই (অর্থাৎ আল্লাহর দরবারে তার নামায কবুল হয় না)। (এ হাদীসটি ইবনে আবি হাতিম (রাঃ) বর্ণনা করেছেন)

আর একটি রিওয়াইয়াতে আছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যার নামায তাকে অশ্লীল ও মন্দ কার্য হতে বিরত রাখে না, সে আল্লাহ হতে বহু দূরে চলে যায়।” (এ হাদীসটি ইবনে আবি হাতিম (রাঃ) ও তিবরানী (রাঃ) বর্ণনা করেছেন)

দ্বিতীয় হাদিসটির দিকে খেয়াল করুন ভালভাবে - "আপনার নামায যদি আপনাকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত না রাখে তাহলে বুঝতে হবে আপনার নামায ঠিক মত হচ্ছে না ১০০% কনফার্ম" এ বিষয়ে কোন সন্দেহ নেই.."

.

তাই আসুন নামায এমনভাবে বুঝে বুঝে পড়ি যেই নামায আমাকে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে।

------------------------------------------------------------------