মোমিনদের --"আল্লাহর উপর ভরসা"

 





পৃথিবীর বর্তমান টানাপোড়েন এ মুমিনের একমাত্র পাথেয়ই হলো 'আল্লাহর প্রতি ভরসা'। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা একজন মুমিনের ঈমানকে আরও মজবুত করে তোলে।তাওয়াক্কুল তথা আল্লাহর প্রতি ভরসা হলো আল্লাহর পথনির্দেশনার প্রতি পূর্ণ আস্থা রাখা এবং আল্লাহর প্রকৃত সত্য সম্পর্কে যে জ্ঞান,নীতিমালা,হালাল-হারামের যে সীমারেখা এবং পৃথিবীতে জীবন-যাপনের জন্য যে বিধিবিধান দিয়েছেন তা-ই সত্য ও সঠিক হিসেবে মানা।

.

আল্লাহর প্রতি ভরসা হলো ঈমানের অনিবার্য দাবি।

মহান আল্লাহ পবিত্র কুরআন এ বলেনঃ

"আল্লাহর প্রতি নির্ভর করো যদি তোমরা মুমিন হয়ে থাকো"-[১]

.

আল্লাহর প্রতি ভরসা করা মুমিনের উত্তম বৈশিষ্ট্যও বটে;

আল্লাহ আরও বলেনঃ

"মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে।"-[২]

.

যুগে যুগে পৃথিবীতে সকল নবী-রাসুলগণও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করতেন;

"আর আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না, অথচ তিনিই আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছেন। আর তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ, আমরা তার উপর অবশ্যই সবর করব। আর আল্লাহর উপরই যেন তাওয়াক্কুলকারীরা তাওয়াক্কুল করে।"-[৩]

.

অভাব-অনটন,দুঃখ-দুর্দশা এবং বিভিন্ন গজব প্রদানের মাধ্যমে মহান আল্লাহ আমাদের পরীক্ষা করে থাকেন।তাই আমাদের উচিত প্রত্যেক সময়ই আল্লাহর স্মরণে মগ্ন থাকা এবং তাঁর প্রতিই পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা।

"আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ ঘোষণা করেন, আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে; আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জন-সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু’ হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।"-[৪]

.

তাই আসুন জীবনের কঠিনতম পথের মোড়গুলোয় রবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রাখি,ধৈর্য ধারণ করি এবং মেনে নেই রবের প্রতিটি ফয়সালা; এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত।

আল্লাহ যেন আমাকেসহ আমাদের সকলকে তাঁর পথে কবুল করেন এবং সকল পরিস্থিতিতে তাঁর স্মরণ থেকে বিচ্যুত না করেন।

আমীন,ইয়া রাব্বুল আ'লামিন।

.


☞রেফারেন্স সমূহঃ

[১]-সূরা মায়েদা-আয়াত ২৩;

[২]-সূরা আনফাল-আয়াত ০২;

[৩]-সূরা ইবরাহীম -আয়াত ১২;

[৪]-সহিহ বুখারী হাঃ ৭৫০৫, ৭৫৩৭; মুসলিম ৪৮/১, হাঃ ১৬৭৫, আহমাদ ৭৪২৬।