আবেগী song - আবেগী মন







আবেগী background song -  আবেগী মন

দূঃখ হলেও সত্য কথা যে - - - - কিছু কিছু content ( বিষয়ে ) এমন আবেগী ব্যাকগ্রাউন্ড music ভরে দেয় যাতে মনে হয় সেটাই চূড়ান্ত সত্য কথা, যদিও সেই কথা এবং লিরিক্স গুলি সিদ্ধান্তের বিরুদ্ধে। normal থেকে abnormal মানুষও প্রতারিত হয়ে ধোঁকার গন্ডিতে চলে যায় ।


# তাই তাে যখন মােহাম্মদ ( সাঃ ) বাদ্য যন্ত্র শুনতে পেলেন তখন তিনি প্রথম চান্সেই কানে হাত দিয়ে দিলেন , যাতে তিনি শুনতে না পায়।🍁তিনি বাদ্যযন্ত্রের সুর গুলি হৃদপিন্ডে ঢোকা তো দূরের কথা , শ্রবন গন্থির কর্নপটহের মধ্যে প্রবেশর আগেই কানে হাত দিয়ে দিয়েছিলেন,,,হয়ত।


"সূর" --যেখানে ভালো কাজে ব্যবহার করা উচিৎ (যেমন কুরআন তেলাওয়াত) , কিন্তূ সেখানে flim industry রা প্রেমের কেস্শা-কাহিনি পরিদর্শন করে million, billion উপার্জন করে , আর সাধারন মানুষ অতীতকে স্ক্যান করতে শুরু করে।


* এখান থেকেই বোঝা যায় মোহাম্মদ (সাঃ) কেন বলেছেন যে,গান ও বাদ্যযন্ত্র ,সত্য থেকে তথা ইসলাম থেকে দুরে সরে নিয়ে যায়।


অনত্রে তিনি বলেন,আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ হারাম কে হালাল মনে করবে , তার মধ্যে একটা হল বাদ্যযন্ত্র।😲

খুব ভয়াবহ একটা বিষয়, যেই মূলবান আবেগগুলো রাতের শেষ তৃতীয়াংশে খরচ করা উচিৎ , যেখানে চলছে এন্টারটেইনমেন্ট এবং কেস্সা-কাহিনি।


ফলে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ও বোধ শক্তির পরিবর্তন করে উল্টো ভাবে বিকাশ ঘটতে শুরু করে ।।।।মহান আল্লাহ এই ফিতনা থেকে রক্ষা করূক। যেই আবেগ গুলি সৃষ্টি করতে পারেন ,আবার তিনি ধ্বংস‌ও করতে পারেন , গন্ডির মধ্যে থেকে বেরাতে চাইলে আমাদের করনীয়-- এই ধুলিময় ধূসর মরীচিকা দূনিয়াকে উপেক্ষা করে, প্রাকটিক্যাল মস্তিষ্ক ভাব নিয়ে শুধু আল্লাহর কাছে দূয়ার মধ্যেমে চেয়ে নেওয়া।🤲


জীবনটা যেহেতু আল্লাহ দিয়েছেন তাই তাঁর

জন্য বাঁচার চেষ্টা করুন, অন্য‌ কাওরীর জন্য নয়।